আতিকুর রহমান কাযিন,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সরকারি কল্যাণ সংঘের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার চারিপাড়া সরকারি হ্যাচারির হলরুমে এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, হ্যাচারী কর্মকর্তা মোজাম্মেল হোসেন, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আলী ও মাহাবুবুর রহমান বাচ্চু, প্রেস ক্লাব সম্পাদক আমিনুল ইসলাম, ব্রজগোপাল বণিক, রফিকুল হায়দার টিটু ও মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইসমাইল হোসেন, রাজীব কুমার সরকার, নাজমা মির্জা ও সাজেদুল ইসলাম সেলিম প্রমুখ।
বার্ষিক প্রতিবেদন পেশ করেন সম্পাদক শফিকুল ইসলাম। পরে আব্দুল রহিমকে সভাপতি ও মোঃ শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা সরকারি কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান