ক্রীড়া ডেস্ক :
বল হাতে আরও একবার জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ। নিলেন ৩ উইকেট। যদিও এবার জেতাতে পারলেন না তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে। সাকিব-তামিমদের দল পেশাওয়ার জালমির বিপক্ষে হেরে গেছে তারা।
মাহমুদউল্লাহ বোলিং ভালো করলেও তার বাংলাদেশি দুই সতীর্থ সাকিব ও তামিম করতে পারেননি কিছুই। ব্যাট হাতে তামিম করেছেন ৭ রান, আর সাকিবের রান ১।
প্রথমে ব্যাট করা কোয়েটা ২০ ওভারে অলআউট হওয়ার আগে করে ১২৮ রান। জবাবে ১৯.২ ওভারে পেশাওয়ার জয় নিশ্চিত করে ২ উইকেটের।
কোয়েটার হয়ে সর্বোচ্চ কেভিন পিটারসেন ৪৩ বলে করেন ৪১ রান। মাহমুদউল্লাহ অবশ্য ব্যাট হাতে করতে পারেননি কিছুই। রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে। যদিও বল হাতে পুষিয়ে দিয়েছেন এই অলরাউন্ডার। ৩১ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। তাতে অবশ্য জেতাতে পারেননি দলকে। শহীদ আফ্রিদির ঝড়ে (২৩ বলে ৪৫) ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পেশাওয়ার। ক্রিকইনফো
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-ফেব্রুয়ারি-২০১৭ইং/নোমান