নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেলায় নারীকে উত্ত্যক্ত করার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কালিয়াচাপড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড গুলি বর্ষণ করে। সংঘর্ষের সময় সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত ২ ঘণ্টারও বেশি সময় ভৈরব-কিশোরগঞ্জ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় ঘটনাস্থল কালিয়াচাপড়া বাজারের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১৭ই ফেব্রুয়ারি বনদীঘা মেলায় ভীড়ের মধ্যে কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত নান্দলা এলাকার আদিল নামে এক যুবক এক নারীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় ওই নারীর আত্মীয় পাটুয়াভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্চু বখাটে আদিলকে থাপ্পড় ও গালিগালাজ করে। সোমবার সন্ধ্যায় জালাল উদ্দিন বাচ্চু কালিয়াচাপড়া বাজারে গেলে আদিলের নেতৃত্বে তার লোকজন জালাল উদ্দিন বাচ্চুর উপর হামলা চালায়। এ সময় জালাল উদ্দিন বাচ্চুর লোকজন পাল্টা হামলা চালালে দু’পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত পাঁচ গ্রামের কয়েকশ’ লোক দু’পক্ষে অংশ নেয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০২-২০১৭ইং/ অর্থ
Tags: