muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে তথ্য প্রশিক্ষণ

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

উপজেলা পর্যায়ে অফিস প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্যদের তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর আলোকে আজ ১ মার্চ ২০১৭ বুধবার কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের কার্যালয়ে তথ্য প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। প্রশিক্ষণ প্রদান করেন নেপাল চন্দ্র সরকার তথ্য কমিশনার, তথ্য কমিশন ঢাকা, এছাড়াও উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল।

প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল তথ্য অধিকার আইন-২০০৯ এর বিষয়বস্তুগুলো অবহিতকরন, তথ্য অধিকার আইনের প্রাধান্য, তথ্য কমিশন গঠন, ক্ষমতা ও কার্যাবলী, তথ্য প্রাপ্তির আবেদন, আপিল ও অভিযোগ প্রক্রিয়া, জরিমানা ও বিভাগীয় ব্যবস্থা, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ ও প্রক্রিয়া, যে সকল তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয় তা জানা, যে সকল সংস্থা অব্যাহতিপ্রাপ্ত ও এর ব্যতিক্রম, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেওয়া হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: