muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে পিডিবি লাইনকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল : স্মারকলিপি প্রদান

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :

অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্মভূমি সদরের যশোদল-বৌলাই এলাকায় পিডিবি লাইনকে পল্লী বিদ্যুতে হস্তান্তর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে (২ মার্চ) বিক্ষুব্ধ হাজার হাজার এলাকাবাসী প্রায় ৪ কিলোমিটার পথ হেঁটে বিক্ষোভ মিছিল সহকারে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বরাবরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে এ্যাডভোকেট এনামুল হক, শহিদুল ইসলাম কিবরিয়া, ফজলুর রহমান মনির, আব্দুর রহমান, ডাঃ জালাল মিয়া, ডাঃ দুলাল মিঞাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলাধীন যশোদল ও বৌলাই ইউনিয়নে পিডিবি বিদ্যুৎতের আওতায় ২০০-২৫০টি গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে শত শত হেক্টর ফসলি জমি চাষাবাদ করা হয়। তাছাড়া এখানে ছোটবড় প্রায় ২৫০টি পোল্টিফার্ম গড়ে উঠাসহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৩০টি স’মিল ও ২০টি রাইসমিল, ধর্মীয়সহ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে যশোদল ইউনিয়নের ১৩২ কেভি পিডিবি বিদ্যুতের সাব-স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। কিন্তু গত ২৩ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের একটি স্মারকে পিডিবি বিদ্যুৎকে পল্লী বিদ্যুতে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়টি বৌলাই-যশোদলের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

বিক্ষুব্ধরা জানায়, পল্লী বিদ্যুৎ লাইনে সারাদিনে ৩/৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয় বিধায় কৃষকের কৃষি উৎপাদন মারাত্মভাবে হুমকির সম্মুখীনসহ ব্যবসায়ীদের মাথায় হাত পড়বে। আর তাই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এলাকাবাসী স্মারকলিপি দিয়েছে। এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ না নিলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে বলে স্মারকলিপিতে হুঁশিয়ারি উল্লেখ করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০২-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: