মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীকে তালাক দিয়ে ২ সন্তানকে অস্বীকার করেছে এক পিতা। ঘটনাটি ঘটেছে উপজেলার বরখারচর গ্রামে। বরখারচর গ্রামের মো.হানিফ মিয়া (৪২) প্রায় ১২ বছর পূর্বে উপজেলার গাইলকাটা গ্রামের আনু মিয়ার মেয়ে মোছাঃ ছারিয়া বেগমকে ইসলামী শরাশরিয়ত মতে বিবাহ করে। হানিফ মিয়া বিবাহের পর থেকেই স্ত্রী ছারিয়া বেগমকে সন্দেহের চোখে দেখতো। এর মধ্যে তাদের কোলজোরে দুটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। এক পর্যায়ে সন্দেহ চরম আকার ধারণ করলে গ্রাম্য সালিশের মাধ্যমে উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। স্ত্রী ছারিয়া বেগম জোর করে স্বামীর সংসার করার চেষ্ঠ্া করলে স্বামী হানিফ মিয়া কিছুতেই তাকে নিয়ে ঘর সংসার করতে রাজী না হয়ে গত ২০১২ সালের ২ অক্টোবর উকিলের মধ্যিমে এফিডেভিট করে পুনরায় স্ত্রীকে তালাক প্রদান করে সাথে সাথে তার উরশজাত সন্তান শরীফ (১১) ও রাজীব (৯) কে অস্বীকার করে। হানিফ মিয়া বলেন, ওই ২ সন্তান তার তালাকপ্রাপ্ত স্ত্রী ছারিয়ার পরকীয়ার ফসল। তাই তিনি স্ত্রীকে তালাক দেয়ার পাশাপাশী সন্তান দুটির সঙ্গেও সম্পর্কচ্ছেদ করেছেন বলে সাংবাদিদের জানান। এ বিষয় নিয়ে তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে হানিফ মিয়ার বিরোধ চলে আসছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৩-২০১৭ইং/ অর্থ