কাজী রুমেল, ভৈরব (কিশোরগঞ্জ) থেকেঃ
ভৈরবের মানিকদীতে অগ্নিশিখার সামাজিক কর্মকাণ্ডে উৎসাহী হয়ে একে একে প্রতিটি পাড়ায় নবীনরা গড়ে তুলছেন সামাজিক সংগঠন৷ আর তাদের কর্মকাণ্ড দেখে এলাকার প্রবীণরা পুলকিত,নবীনদের সামাজিক এসব কাজে স্থানীয় চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার ব্যাপক উৎসাহ প্রদান করেন৷ অগ্নিশিখা,ন্যাচারের পর এবার মানিকদী জন্মনিল আরেকটি সামাজিক সংগঠন অগ্রযাত্রা৷ আর সংগঠন গড়েই এলাকায় গুণীজন সংবর্ধনা ও কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করেছে সংগঠনটি৷
সংগঠনের সদস্য আজিজুল হক জানান , অশিক্ষা, কুসংস্কার, কুপ্রথা, দারিদ্র ইত্যাদিতে অতিষ্ট সমাজ জীবনের দূর্বিষহ পথচলার এক দু:সময়ে মানিকদীতে আবির্ভূত হয় কতিপয় সামাজিক সংগঠনের। তার মধ্যে মানিকদী ৪নং ওয়ার্ডের অগ্রযাত্রা শান্তি সংঘ একটি । ৪নং ওয়ার্ডের ৪টি পাড়া নয়াহাটি, পাড়াতলা, বড়কান্দা, পরিখারপাড় এর শিক্ষিত তরুনদের
“নিয়ে এসো হাতে হাত ধরি, মানবতার পথে যাত্রা করি” স্লোগানকে প্রতিপাদ্য করে গত ফেব্রুয়ারী মাসের ৩ ই ফেব্রুয়ারী উক্ত সংগঠনের যাত্রা শুরু হয়।
গতকাল উক্ত সংঘের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের প্রবীন, অবসর প্রাপ্ত ও বর্তমান চাকুরীজীবীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান ও কৃতী ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের প্রবীন, অবসর প্রাপ্ত ও বর্তমান চাকুরীজীবী ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ এবং দি চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন, কিশলয় কিন্ডারগার্টেন, আলহাজ্ব কবির আহম্দে কিন্ডারগার্টেন, পাড়াতলা প্রাথমিক বিদ্যালয়, পরিখারপাড় প্রাথমিক বিদ্যালয় এবং মানিকদীর সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এবং মানিকদীর অন্যান্য সামাজিক সংঠনের সদস্যবৃন্দ ।অনুষ্ঠানের প্রথমে স্বাগতিক বক্তব্যে সংঠনের সভাপতি আমিনুল ইসলাম সংগঠনের সামগ্রিক কার্যাবলী নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিবৃন্দ সংঠনকে দিকনির্শেনা ও উপদেশমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।বক্তব্য শেষে ৪নং ওয়ার্ডের প্রবীন, অবসর প্রাপ্ত ও বর্তমান চাকুরীজীবী ও সুশিল সমাজের ব্যক্তিবর্গের মধ্যে গুণীজন সম্মাননা প্রদান করা হয় এবং ২০১৬ ইং শিক্ষাবর্ষের কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়, আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় হওয়া এবং A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। শিক্ষার আলোয় আলোকিত প্রজন্ম যেন দেশে ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত করতে পারে সেজন্য শিক্ষা গ্রহনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা উক্ত অনুষ্টানের অন্যতম লক্ষ্য ছিল।আগামীতে আরো জাকজমকপূর্ণ ভাবে উক্ত অনুষ্ঠান পালনের আশাবাদ ব্যক্ত করা হয়। অগ্রযাত্রা শান্তি সংঘ আগমীতে ৪নং ওয়ার্ডে কোন ছাত্র-ছাত্রীর A+ তাদেরকে বৃত্তি প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি প্রদান করে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৪-০৩-২০১৭ইং/ অর্থ
Tags: