muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

ঢাবি’র গ্যাজুয়েশন অর্জন করলেন নান্দাইলের এবিএম রুয়েল

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি :

গর্বিত সমাবর্তনে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করেন নান্দাইল সিংরইল ইউনিয়নের হায়াতপুর গ্রামের এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল। রুয়েল মা-বাবার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট। বাবা মোঃ মতিউর রহমান বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা এবং মা নাজমা আক্তার নাসিমা গৃহিনী। বড় ভাই হিমেল কলেজ প্রভাষক এবং বড় বোন মালা কৃষিতে স্নাতক ডিগ্রিধারী। শিক্ষাজীবনে সাফল্যের সহিত বিজ্ঞান বিভাগ থেকে ২০০৬ সালে মাধ্যমিক ও ২০০৮ সালে উচ্চমাধ্যমিক শেষ করে অবতীর্ণ হন ভর্তিযুদ্ধে।

ছোটবেলা থেকেই রুয়েল ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করেন এবং মেডিক্যাল ভর্তি পরীক্ষায় নোয়াখালী মেডিকেল কলেজ এ মেধা তালিকায় জায়গা করে নেন। সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিট, ‘ঘ’ ইউনিট এবং ‘আই ই আর’ এ মেধা তালিকায় সাফল্যের সাক্ষর রাখেন। পরবর্তীতে ‘ক’ ইউনিট থেকে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে। পরে ঢাবির প্রাণিবিদ্যা বিভাগ থেকেই কৃতিত্বের সাথে বি.এস এবং এম.এস ডিগ্রী লাভ করেন । তার এ সাফল্যের জন্য তিনি তার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ী সকলের কাছে কৃতজ্ঞতা জানান। তিনি নিজেকে দেশ ও জাতির স্বার্থে নিজেকে উৎসর্গ করতে সকলের কাছে দোয়া চেয়েছেন। ছবিতে রুয়েলের সাথে তার গর্বিত মা-বাবা।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: