muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

খালিদ হাসান তুষার:

কিশোরগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে নবম বারের মতো সম্পাদক শহীদুল আলম দ্বিতীয়বারের সভাপতি হয়েছেন জালাল মো. গাউস। কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ ৭ টি পদে এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার আইনজীবী সতিতি মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী ফোরামের নির্বাচিতরা হলেন সভাপতি জালাল মো. গাউস, সহ সভাপতি আব্দুল বারী, সহ সাধারণ সম্পাদক আবু ইউসুফ সালাউদ্দিন আহম্মদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক এ.এম. সাজ্জাদুল হক এবং দুটি কার্যকরী সদস্য পদে জুনায়েদ কাউসার বাপ্পী ও মো. মাহফুজুল করিম বাবু।
অপরদিকে সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন সহ সভাপতি মুফতি মো. জাকির খান, সহ সাধারণ সম্পাদক অজয় কুমার দাস, লাইব্রেরি সম্পাদক মাহমুদুল হাসান রণি, অডিটর তাপস কুমার চ্যাটার্জী এবং তিনটি কার্যকরী সদস্য পদে জেসমিন আক্তার মনি, সুকান্ত সাহা খোকা ও শরিফ উদ্দিন ভূঞা।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. শহীদুল আলম সাধারণ সম্পাদক পদে টানা নবম বারের মতো নির্বাচিত হয়েছেন।
হোসেনপুর উপজেলা পরিষদের উপ নির্বাচনে
চেয়ারম্যান পদে বিএনপির জহিরুল ইসলাম মবিন জয়ী
কিশোরগঞ্জ, ৬ মার্চ-২০১৭: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৪৯ টি কেন্দ্রের সবকটির ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জহিরুল ইসলাম মবিন। তিনি পেয়েছেন ২৭ হাজার ৩০২ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মোহাম্মদ সোহেল পেয়েছেন ২১ হাজার ৩২৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে জহিরুল ইসলাম নূরু পেয়েছেন ১৯ হাজার ২২ ভোট।
নির্বাচনে ১ লাখ ৩১ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ৬৮ হাজার ২৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০২-২০১৭ইং/ অর্থ 

Tags: