muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে এনে বিচার করা হবে: সৈয়দ আশরাফ

sayed asraf
বঙ্গবন্ধুর খুনীরা পৃথিবীর যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এ সময় আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন। প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে শহীদদের কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।
১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন অভিহিত করে সৈয়দ আশরাফ বলেন, দিনটি ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন। বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে। জনগণকে সতর্ক থাকতে হবে। দেশ এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রচেষ্টা অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত একজন খুনিরও বিচারের রায় কার্যকর বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সে চেষ্টা অব্যহত থাকবে।
১৫ অগাস্টের ষড়যন্ত্রের কথা তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, তখনও আমাদের দল ক্ষমতায় ছিল। তাহলে আমাদের দলের নেতা-কর্মীরা তখন কোথায় ছিল? তখন কি আমাদের কোনো ব্যর্থতা ছিল না? মাঝে মাঝে আমি আতঙ্কিত হই। বহু শক্তি আছে, মঙ্গল হোক সেটা চায় না।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালে। বাকিদের একজন মারা গেছেন। পলাতক রয়েছেন ছয়জন। এরা হলেন- এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, আবদুল মাজেদ ও মোসলেহউদ্দিন খান। এদের মধ্যে রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় আছেন।

Tags: