muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

প্রথম বারের মতো রাসায়নিক অস্ত্র নিরোধ সংস্থা’র চেয়ারপারসন বাংলাদেশ

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ 

নেদারল্যান্ডের দি হেগ-এ অবস্থিত রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা’র নির্বাহী পর্ষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছে বাংলাদেশে।  এই প্রথম বারের মতো বাংলাদেশ সংস্থাটির একটি শীর্ষ পদে নির্বাচিত হলো।

বৃহস্পতিবার (০৯ মার্চ)সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্বাহী পর্ষদের চেয়ারপারসন পদে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা এবং অবদান রাখবে। আন্তর্জাতিকভাবে অস্ত্র নিরস্ত্রীকরণ এবং তার বিস্তার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকার বা অবদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সন্তোষজনক মনোভাবেরই প্রতিফলন এটা।

Tags: