muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

“মহান স্বাধীনতার মাস” ***রহমান মাসুদ***

সাহিত্য ও সংস্কৃতিঃ  

“মহান স্বাধীনতার মাস”
***রহমান মাসুদ***
চার অক্ষ‌রের স্বাধীনতা শব্দ‌টি
অতি সহ‌জেই ক‌ন্ঠে উচ্চারণ,
কত রক্তস্র‌োত প্রবা‌হের বি‌নিম‌য়ে
বীর বাঙা‌লি যা ক‌রে‌ছে অর্জন।
ব্রি‌টিশ-পশ্চিম পা‌কিস্তা‌নের শোষন
যা হ‌তে মু‌ক্তি লাভ হয়‌নি মসৃণ,
সে কন্টকময় দীর্ঘ পথ অতিক্র‌মে
অগ‌নিত শহী‌দের র‌য়ে‌ছে রক্ত ঋণ।
বিপ্লবী‌দের বীরগাঁথা কত ইতিহাস
সূর্য‌সেন,‌তিতুমীর,প্রী‌তিলতা,ক্ষুদিরাম,
মাতৃভ‌ক্তি‌তে অকাত‌রে ‌বিসর্জনে প্রাণ
ব্রি‌টিশ বি‌রোধী আন্দ‌োলন বেগবান।
মা‌য়ের ভাষা লুন্ঠ‌নের ষড়যন্ত্র‌ে
সন্তা‌নের ক‌ন্ঠে প্র‌তিবা‌দের ঝড়,
প‌শ্চিমা বর্ব‌রের বু‌লে‌টে রাজপ‌থে
সালাম,জব্বার,বরকত,র‌ফিক নিথর।
শোষ‌নের কালগ্রা‌সে পুন্ঞ্জীভূত ক্ষোভে
একাত্ত‌রে চেতনায় জাগ্রত স্বাধীনতা, ‌
ত্রিশ লক্ষ শহী‌দের র‌ক্তের বি‌নিম‌য়ে
বঙ্গবন্ধুর নেতৃ‌ত্বে অর্জন ‌সে সফলতা।
আজ স্বাধীন দে‌শের স্বাধীন নাগ‌রিক
প্র‌তি‌নিয়ত ভোগ কত সু‌যোগ সু‌বিধা,
যা‌দের মহান ত্যা‌গেই এই প্রাপ্যতা
বেঈমানরাই কেবল ভু‌লে সে কথা।
বীর বাঙা‌লি জা‌তি নয়‌তো বেঈমান
কোন প্র‌রোচনায় দেয়না কভু সাড়া,
প্র‌য়োজনীয় মুহূ‌র্তে বারবার জ্ব‌লে উঠে
তাই সকল চক্রান্ত যায় মা‌ঠেমারা।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০৩-২০১৭ইং/ অর্থ  

Tags: