নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ত্রি-বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মুক্তি এর প্রকাশনা অনুষ্ঠান’১৭ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পাবলিক লাইব্রেরির সভাপতি মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে ও হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- প্রখ্যাত সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, কৃষি মন্ত্রণালয়ের সাবেক কৃষি সচিব ডাঃ এস.এম নাজমুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ, পাকুন্দিয়া পৌরসভার মেয়র আখতারুজ্জামান খোকন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেসবাহ উদ্দিন, পাকুন্দিয়া সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, সাবেক পৌর মেয়র এ্যাড. জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পাবলিক লাইব্রেরি থেকে প্রকাশিত স্মরণিকা ‘মুক্তি’র উন্মোচন করা হয়। এসময় পাকুন্দিয়ার সন্তান সাবেক পররাষ্ট্রসচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৩-২০১৭ইং/ অর্থ
Tags: