muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

মধ্যবিত্তের আসল রুপ : কাজী জুবেরী মোস্তাক

সাহিত্য ও সংস্কৃতিঃ 

 

মধ্যবিত্তের আসল রুপ

কাজী জুবেরী মোস্তাক

================

বোতাম হারানো ছেঁড়া শার্ট পড়নে

শুকতলা ক্ষয়ে যাওয়া জুতা পায়ে

এক আকাশ যন্ত্রণার পাহাড় বুকে

দম লাগানো মেশিনের মতো করে

বিরামহীন ছুঁটে চলেছি এ শহরে ।

কখনো চেনাজনের অচেনা রুপ

কখনোবা পাওনাদার দেখে চুপ

বেকার আমি হেঁটে হেঁটে ক্লান্ত খুব

ক্ষুধার্ত পেটে পানি খেয়েই চুপ

এই হলো মধ্যবিত্তের আসল রুপ ।

বাবাতো মরেছে মাও অনাহারে

ক্লাসের ফাস্টবয় গিয়েছি ভুলে

ডিগ্রীর বোঝা বেকারত্বের পিঠে

চাকরির জন্যে ঘুরছি হন্যে হয়ে

চাকরি হয়না মামা,খালু নেই বলে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১১-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: