শফিক রোমান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের নিকটবর্তী হোসেনপুরে গাংগাঠিয়ার ঐতিহাসিক জমিদার বাড়ি৷ যেখানে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষের আগমন ঘঠে৷ বাড়িটি পর্যটকদের জন্য প্রতিদিনই খোলা থাকে৷ বাড়িতে ঢুকার আগেই চোখে পড়ে এক বিশাল আকৃতির গেইট৷
গেইট অতিক্রম করলেই দেখা যায় সামনে দাড়িয়ে আছে বিশাল বকুল গাছ। এ বাড়ির উত্তরাধীকারী হলেন বাবু বনমালী ভৌমিক৷ যার জন্য বাবুর বাড়ি নামেই অনেক খ্যাত৷ এ বাড়িতে রয়েছে বৃহৎ বিল্ডিং, হিন্দুদের পূজার ঘর। এই বাড়ির বাহিরে একটি প্রাচীন মন্দির রয়েছে ৷ বর্তমানে মন্দিরের স্থাপত্যশৈলী ধরে রাখার জন্য পুন:কাজ করা হচ্ছে ৷ আর বাড়িটির পৌরাণিক নাম হল শ্রীধর ভবণ ৷ বাড়ির সামনে বিশাল বড় এক দীঘি যা সাগর দীঘি নামেই বহুল পরিচিত ৷ দীঘি অপর পাড়েই রয়েছে গাংগাঠিয়া বাজার ৷
১৯৭১ সালের আগে বাড়িটি ছিল আরও জমজমাট , যেমনটা আমরা সিনেমায় দেখি জমিদারদের নিয়ম নীতি, শাসন ব্যবস্থা ঠিক তেমনি ছিল ৷ আস্তে আস্তে সব নিদর্শন কালের গর্ভে নিপাত হয়ে যাচ্ছে ৷ পাশেই রয়েছে মনমাতানো প্রাকৃতিক দৃশ্যে ঘেরা পানান বিল ৷ যার সাথেই রয়েছে জমিদারের ফিশারীর আড়ৎ ,যা দেখে মন প্রকৃতিতে হারিয়ে যায়৷ এই ঐতিহাসিক জমিদার বাড়িতে আসতে হলে কিশোরগঞ্জ শহর হতে অটোযোগে আসলে সর্বোচ্ছ ২০ টাকা ভাড়া লাগতে পারে৷
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১২-০৩-২০১৭ইং/ অর্থ