তথ্য প্রযুক্তি ডেস্ক :
শক্তিশালী ব্যাটারির ফোন বাজারে এনেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ফোনটির মডেল আসুস জেনফোন ৩ জুম। এই ফোনটিতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারেরর ব্যাটারি এবং ৪ জিবি র্যাম।
আসুস জেনফোন ৩ জুম ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ফোনটিতে আছে ২.৫ গিগাহার্জের কোয়াডকোর ইনটেল অ্যাটম জেড৩৫৮০ প্রসেসর।
ফোনটি ৩২, ৬৪ এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
আসুসের নতুন ফোনটিতে রিয়ারে ১২ মেগাপিক্সেলের দুইটি ক্যামের আছে। ফ্রন্টে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
এই ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির মূল্য ৩৯৯ ডলার।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-মার্চ-২০১৭ইং/নোমান