ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শততম টেস্ট থেকে ছিটকে গেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। সুতরাং, মুশফিকুর রহিমকে আবার গ্লাভস হাতে উইকেটের পেছনে দেখা যাবে। আর লিটন কুমার দাসের জায়গায় একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
মঙ্গলবার নেটে ব্যাট করার সময় বাম পাঁজরে ইনজুরি পান লিটন কুমার দাস। সে কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে যান। গল টেস্টে তিনি খেলেছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে। লিটন দাস ছিটকে যাওয়ায় টেস্ট ক্রিকেটে অভিষেক হতে চলেছে মোসাদ্দেক হোসেন সৈকতের।
আগামীকাল কলম্বোর পি সারা ওভালে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটা থেকে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এটি হবে ১০০তম ম্যাচ। তাই এই ম্যাচ নিয়ে সবার আলাদা আগ্রহ রয়েছে। আর এই ম্যাচটি শুরু হওয়ার আগেরদিনই ছিটকে গেলেন লিটন কুমার দাস। টেস্ট সিরিজ শেষে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৪-মার্চ-২০১৭ইং/নোমান