muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আপনারা নিজ নিজ এলাকার সব ছেলেমেয়ের খোঁজ রাখবেন, তারা যেন জঙ্গিবাদের পথে না যায় : লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী

মনির হোসেন রবিন, লক্ষ্মীপুরঃ  

আমরা দেশের মানুষকে ঘর বাড়ি করে দিচ্ছি। এ দেশে কোনো ভূমিহীন থাকবেনা। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন তেমনি আমি জীবন দিয়ে হলেও বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবো। ২০৩১ সালের মধ্যে ক্ষুদা ও দারিদ্র মুক্ত দেশ হিসেবে মধ্যে গড়ে তুলবো। আমরা একদিন দেশের সব মানুষকে বিনা পয়সায় ঘরবাড়ি বানিয়ে দেবো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা দেশে শিক্ষার্থীদের বছরে প্রথমে ফ্রি বই বিতরণ করছি। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করি। আমরাই বর্গা চাষীদের বিনা সুদে ঋণ দেওয়া শুরু করি। (আজ) মঙ্গলবার (১৪ই মার্চ) লক্ষ্মীপুর স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় ৩২ মিনিটের বক্তব্য তিনি এসব কথা বলেন। জনসভার শুরুতে প্রধানমন্ত্রী দেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সব উন্নয়ন থেমে যায়। ২১ বছর এ দেশের উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন শুরু করে। তিনি বলেন, ২০ লাখ মাকে মোবাইল ফোন দিয়েছি। উপবৃত্তির টাকা যাবে এসব মোবাইল ফোনে। প্রতিটি উপজেলায় ডিজিটাল সেন্টার করে দিয়েছি। তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের কোনও নেতা-কর্মী ঘরে থাকতে পারেনি। এসময় নুরুল ইসলাম, সামসুদ্দোহা পাটোয়ারী, মিজানসহ ১৭ জন নেতা-কর্মীকে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছিল। প্রধানমন্ত্রী এলাকার পেশাজীবী, সাংবাদিক, ধর্মীয় নেতাদের আহ্বান করে বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকার সব ছেলে মেয়ের খোঁজ রাখবেন। তারা যেন জঙ্গিবাদের পথে না যায়। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনও মানুষকে হত্যা করতে বলেনি।’ তিনি আরও বলেন, ‘ইসলামের উন্নয়নে আমরা প্রতিটি জেলা ও উপজেলায় একটি মসজিদ ও ইসলামি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করবো।’ শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি। তারা কোনও স্থল চুক্তি করতে পারেনি, শান্তি চুক্তি করেনি। আমরা ক্ষমতায় এসে সব করেছি।’ আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী ইতোপূর্বে লক্ষ্মীপুর সফরকালে তার দেওয়া উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি ও তার বাস্তবায়ন চিত্র তুলে ধরেন এবং ২৭ টি নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন ঘোষণা করেন। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, একে এম শাহাজান কামাল এমপি এম এ আউয়াল এমপি, মোঃ নোমান এমপি, নুরজাহান আক্তার মুক্তা এমপি ,নোয়াখালী ৬ আসনের সাংসদ আয়েশা আলী এমপি ,লক্ষ্মীপুর পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশিষ্ট শিল্পপতির কাজী শহিদ ইসলাম পাপুল জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৪-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: