তথ্য প্রযুক্তি ডেস্ক :
ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাইটানের মালিকানাধীন প্রতিষ্ঠান ফাস্টট্রাক নতুন একটি অ্যাকটিভিটি ট্রেকার বাজারে ছাড়লো। এর নাম রিফ্লেক্স। এটি শরীরের কার্যকলাপ পরিমাপের পাশাপাশি ঘুমের পরিমান পরিমাপ করতে পারবে। ভারতের বাজারে অ্যাকটিভিটি ট্রেকারটির মূল্য ১৯৯৫ রুপি।
ডিভাইসটি অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে পেয়ার করা যাবে। ফোনে কল কিংবা বার্তার নোটিফিকেশন জানিয়ে দেবে ট্রেকারটি। এতে ভাইব্রেশন অ্যালার্ম আছে।
ইউএসবি পোর্টের মাধ্যমে ডিভাইসটিতে চার্জ দেয়া যাবে। বেশ কয়েকটি রঙে ট্রেকারটি পাওয়া যাবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/১৬-মার্চ-২০১৭ইং/নোমান
Tags: