মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর জন্মদিন,বাংলাদেশের খুশির দিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালামের নেতৃত্বে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্বাধীনতা স্থম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করা হয়। পুষ্পস্থবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বহী অফিসার ড.উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ নূসরাত জাহান, , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল আলম, জেলা পরিষদের সদস্য ও কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ জিল্লুর রহমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেছবাহ উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আজীজ, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, কুলিয়ারচর পৌর আওয়ামীলীগের সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী সহ সরকারী বেসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৩-২০১৭ইং/ অর্থ