মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর জন্মদিন,বাংলাদেশের খুশির দিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক ভাবে আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভৈরব দূর্জয় মোড়ে বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পস্থবক অর্পণ করা হয়।
পুষ্পস্থবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বহী অফিসার দিলরুবা আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চিত্রা শিকারী, উপজেলা পরিষদের মাহিলা ভাইস চেয়ারম্যান আসমা আহমেদ, ভৈরব থানার অফিসার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া । এসময় উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সেন্টু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৩-২০১৭ইং/ অর্থ