muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদকঃ 

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন অঙ্গসংগঠন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, পৌর মেয়র মো.পারভেজ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল,জেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জেলা প্রশাসনের উদ্দ্যেগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আফিসা মাইমুন শ্রেষ্ঠার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল,গণতন্ত্র পার্টির সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতাউর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও দিন ব্যাপী স্ব-স্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা, শহরের জনবহুল স্থানে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: