কাজী রুমেল, ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর হাজি পাদুকা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে ওই মার্কেটের একটি রাবার তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ছড়িয়ে পড়ে অন্য পাদুকার কারখানায়।
অগ্নিকাণ্ডের ফলে ওই মার্কেটের প্রায় তিনশর মতো পাদুকা কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা৷
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল ৫টার দিকে মার্কেটের একটি রাবার তৈরির কারখানায় প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে মার্কেটের অন্য পাদুকা ও পাদুকার কাঁচামাল তৈরির কারখানাগুলোতে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের দুটিসহ কুলিয়ারচর, বাজিতপুর ও কিশোরগঞ্জের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটে তিনশরও বেশি কারখানা আছে। অগ্নিকাণ্ডের ফলে শতকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৮-০৩-২০১৭ইং/ অর্থ
Tags: