মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে দেশের ৬৫তম জেলায় রূপান্তর করা নিয়ে প্রতিবাদে সরগরম হয়ে উঠেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।২০ মার্চ সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে এসে বর্ষীয়াণ এ রাজনীতিবীদের মরোনওর ইচ্ছা বাস্তবায়নে ভৈরবকে বাংলাদেশের ৬৫তম জেলা করার প্রক্রিয়া চলছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক,পরিবহন,সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ করেন। বিভিন্ন অনলাইন মিডিয়ায় সংবাদটি প্রকাশের পর থেকে ভৈরব জেলা বাস্তবায়নে প্রস্তাবিত বাজিতপুর,নিকলী ও কটিয়াদী এ তিন উপজেলার মানুষ এর তীব্র প্রতিবাদ জানায়। এতোমধ্যেই ফেসবুক জুড়ে চলছে তুমোল সমালোচনা ও মন্তব্যের ঝড় এর সাথে অনেক সংগঠন এ নিয়ে কর্মসূচিরও ডাক দিয়েছে।
জানা যায়, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলাকে বাংলাদেশের ৬৫তম জেলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।গত বছরের ১২ অক্টোবর মন্ত্রীপরিষদ বিভাগ থেকে বিষয়টিকে সামগ্রিকভাবে পরীক্ষা ও পর্যালোচনা করার জন্য মন্ত্রীপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় ১৩টি উপজেলা থাকলেও সম্ভাব্য নতুন জেলায় ভৈরব উপজেলাসহ পাঁচটি উপজেলা নিয়ে প্রস্তাবিত ভৈরব জেলার গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে বাজিতপুর,নিকলী ও কটিয়াদী তিনটি উপজেলার যোগাযোগ কিশোরগঞ্জ সদরের সঙ্গেই বেশি।নরসিংদী জেলার রায়পুরা (একাংশ) উপজেলা প্রস্তাবিত হয়ে ভৈরব জেলায় অন্তর্ভুক্ত হতে চায়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০-মার্চ-২০১৭ইং/নোমান