মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ সদর ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরের জনগণের অংশগ্রহণে মুক্ত ইউনিয়ন পরিষদ বাজেট প্রকাশ করা হয়। আজ ২০ মার্চ ২০১৭, সোমবার, বেলা ১২ টায় কিশোরগঞ্জ সদর ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
২০১৭-১৮ অর্থ বছরের সম্ভাব্য আয় ১,৯৩,৩৩,২০২/- টাকা। একই অর্থ বছরে সংস্থাপন ব্যয়, উন্নয়নমূলক ব্যয়, সামাজিক নিরাপত্তা ব্যয় ও অন্যান্য ব্যয়সহ সম্ভাব্য খরচ ১,৯৩,৩৩,২০২/- টাকা। মুক্ত বাজেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, সভাপতিত্ব করেন ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান হলুদ। বাজেট ঘোষণার পর উপস্থিত জনগণের প্রশ্নোত্তর পর্বে জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বলেন আপনারা যদি বসত বাড়ির কর ১ টাকা দেন সরকার আপনাকে ৪ টাকা উন্নয়নমূলক খরচ দেবে এবং সামাজিক নিরাপত্তা ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০-মার্চ-২০১৭ইং/নোমান