মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার ভৈরবের কৃতিসন্তান প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ সোমবার ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ভৈরব উপজেলা আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ভৈরব রাজকাচারী প্রাঙ্গণে সকাল ১১ টায় স্মরণসভার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র এড. ফখরুল আলম আক্কাছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য মির্জা সোলাইমান, ভৈরব শহর আওয়ামীলীগ আহবায়ক জাকির হোসেন কাজল, সদস্য সচিব এনামুল হক জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ সাবেক সদস্য সচিব এসএম বাকি বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর যুবলীগ সভাপতি শাহনেওয়াজ গাজী। এছাড়াও সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ সহ ব্যাক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দেশের ১৯তম রাষ্টপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৩ সালের ২০মার্চ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতে্যুবরণ করেন। তার মৃতে্যুতে ভৈরববাসী হয়ে পড়ে অভিভাবকহীন। তবে মো: জিল্লুর রহমানের মৃত্যু হলেও ভৈরববাসীর একটাই দাবি জিল্লুর রহমানের স্বপ্ন ও তাঁর শেষ ইচ্ছা ভৈরবকে জেলায় বাস্তবায়িত করা হলে যেমন জিল্লুর রহমানের আত্মা শান্তি পাবে তেমনি ভৈরববাসীও তাঁর স্বপ্ন লালন করে সামনে এগিয়ে যাবে জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই যেন দাবি।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২০-মার্চ-২০১৭ইং/নোমান