আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে বিশ্ব ‘বর্জ্য পানি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামীলের সার্বিক পরিচালনায় এতে পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৗশলী শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান শাহজাহান, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, সাংবাদিক আলম সারোয়ার টিটুসহ বিভিন্ন এনজিও ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। বক্তারা, পানি অপচয় ও দুষণরোধে সবাইকে আরো সচেতন হওয়ার আহবান জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৩-০৩-২০১৭ইং/ অর্থ