muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুমড়া চাষে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত পাকুন্দিয়ার কৃষকরা

নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জালি কুমড়ার ব্যাপক চাষ হয়েছে। তবে কৃষকের মুখে হাসি নেই এবার। শিলা বৃষ্টিতে সব গাছ লাল হয়ে নষ্ট হয়ে গেছে। আর যেই গুলো আছে সেইগুলোও ঝিমিয়ে পড়েছে। ৬০ দিন বয়স হলেও ফলনের দেখা নেই গাছে। উপজেলার জাঙ্গালিয়া ও সুখিয়া ইউনিয়নের প্রায় দুই শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। উপজেলার সুখিয়া ইউনিয়নের মোঃ রফিক মিয়া বলেন,আমি ৮কাঠা জমিতে এবার জালি কুমড়া চাষ করেছি। কিন্তু গাছ গুলো এখন লাল হয়ে মারা যাচ্ছে। কুমড়া যে কয়েকটা হচ্ছে তাও বাঁকা। এখন পর্যন্ত আমার ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কোন ফলন এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি। একই এলাকার তৈফিক মিয়া বলেন, শিলা বৃষ্টির কারনে আমার জমি নষ্ট হয়ে গেছে। ২কাটা জমিতে ২০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু এখনও এক টাকাও বিক্রি করতে পারিনি। একই সমস্যা এলাকার সকল কুমড়া চাষীদের। এমন সমস্যার কারন জানতে চাইলে পাকুন্দিয়া উপজেলার কৃষি কর্মকর্তা গৌড় গোবিন্দ্র দাস জানান,শিলা বৃষ্টি ও কৃষকরা কীটনাশক ব্যাবহারের ফলে স্ত্রী রেনু গুলো ঝরে যাচ্ছে যার জন্য ফলন হচ্ছে না।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৩-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: