মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি :
“ কুলিয়ারচরে যতদিন রবে মাটি,মানুষ ,শ্যামল ছায়া সুনিবিড়,ততদিন রবে কীর্তি তোমার আলহাজ্ব জাহাঙ্গীর” এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দু’বারের সাবেক সভাপতি গন মানুষের নেতা মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর এর স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ বুধবার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত স্বরণ সভা ও দোয়া মাহফিলে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল মিল্লাত, উপজেলা নির্বাহী অফিসার ড. উর্মি বিনতে সালাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহ্ নুসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেছবাহ উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধার সংগঠক সৈয়দ মোঃ মুছা মিয়া, কুলিয়ারচর প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ রফিক উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মেজর মোহাম্মদ নুরুল ইসলাম(অবঃ), বীর মুক্তিযোদ্ধা লায়ান মোঃ আলীআকবর খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার জামাল নাসের , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর আজাহার উদ্দিন লিটন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এরশাদ নোমানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি বেসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয় এবং মরহুমের পরিবারের প্রতি সমবেধনা জানানো হয়। উল্লেখ্য ৮ মার্চ বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর তার গ্রামের বাড়ি উপজেলার দ্বারিয়াকান্দি গ্রামে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে… …….. রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর । তিনি স্ত্রী,অসংখ্য আত্মীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রবীন ওই রাজনৈতিক ব্যাক্তিত্ব মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-মার্চ-২০১৭ইং/নোমান