muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

“লায়ন্স ক্লাব অব ভৈরব সেন্ট্রাল গার্ডেনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা” কুলিয়ারচরে অজ্ঞাত রোগে লায়ন মুজিব-মুনা গালর্স হাই স্কুলের ২০ ছাত্রী অসুস্থ্য

মুহাম্মাদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের অজপাড়া নোয়াগাঁও গ্রামস্থ লায়ন মুজিব-মুনা গালর্স হাই স্কুলে দু’সপ্তাহের ব্যবধানে অজ্ঞাত রোগে অন্তত ২০ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। খবর পেয়ে আজ ২২ মার্চ বুধবার বে-সরকারি সেচ্ছা সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল,জেলা-৩১৫,বি-১,বাংলাদেশ এর অর্ন্তগত ভৈরব সেন্ট্রাল গার্ডেনের উদ্যোগে সেন্ট্রাল হাসপাতাল ভৈরর এর সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। দিনব্যপী ভৈরব সেন্ট্রাল গার্ডেনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. মোঃ মিজানুর রহমান কবির ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ সেলিম রহমান ছাত্রীদের মাঝে চিকিৎসা প্রদান করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন খন্দকার, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি লায়ন মুহাম্মদ কাইসার হামিদ, সাধারণ সম্পাদক আ.ম আরীফুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাইন উদ্দিন, সাংবাদিক কল্যাণ সম্পাদক জামিল খান, বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলীআকবর খান, হাসপাতালের একাউন্স অফিসার মোঃ আল আমিন সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন খন্দকার বলেন, গত ৫ মার্চ থেকে  এ পর্যন্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মুন্নি-১, মুন্নি-২, ফারিয়া আক্তার ও শিপা আক্তার, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী স্বর্ণালী ও মিতু সহ প্রায় ২০ জন ছাত্রী অসুস্থ্য হয়েছে।

অসুস্থ্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয় চলাকালে দুপুর সাড়ে বারটা থেকে দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে এ রোগের দেখা দেয়। প্রথমে মাথা ব্যথা শুরু হয়, পরে শুরু হয় শরীর ব্যাথা এরপর শীতের কাঁপুনীর মাধ্যমে মূর্ছা যায়। কোন কোন সময় জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কয়েকজন ছাত্রী কবিরাজী চিকিৎস্যায় ভালো হয়ে যাওয়ার কারণে ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এটা কি রোগ না অন্য কিছু ?

তবে লায়ন ডা. মোঃ মিজানুর রহমান কবির বলেন, এটা তেমন কিছুনা। শারিরীক দুর্বলতার কারণে অথবা লেখা- পড়ার টেনশনে এমনটা হতে পারে। ছাত্রীদের আনন্দ ফুর্তিতে রাখলে অনেকটা স্বাভাবিক হয়ে যেতে পারে।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২২-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: