muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

জেলা ঘোষণার দাবিতে বাজিতপুরে ছাত্র সমাজের বিক্ষোভ

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

ভৈরব নয়, বাজিতপুরকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র সমাজ। ২২ মার্চ বুধবার সকালে বাজিতপুর কলেজ প্রাঙ্গণ থেকে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা হল মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।বিক্ষোভ মিছিল শেষের প্রতিবাদ সভা এসময় অন্যান্যের মধ্যে মাহমুদুল হাসান শিহাব, জুবায়ের আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় বক্তারা তাদের বক্তব্যে প্রাণের কিশোরগঞ্জ জেলাকে বিখণ্ড করে যদি নতুন কোনো জেলা করা হয় তবে ভৈরব নয় বাজিতপুরই জেলা হবার যৌক্তিক দাবিদার। এছাড়াও বক্তারা জেলা বাস্তবায়নের দাবি বাজিতপুরবাসীর শত বছরের উল্লেখ করে বলেন, ১৯১২ সালের বৃটিশ আমল থেকেই বাজিতপুরকে মহকুমা করার পরিকল্পনা ছিল। এজন্য ১১২ একর জমিও অধিগ্রহণ করা হয়েছিল। যা বসন্তপুর ও রাবারকান্দি মৌজায় এখনো শোভা বর্ধন করছে। একমাত্র ভৈরব উপজেলা ছাড়া প্রস্তাবিত অন্য সকল উপজেলা ভৈরব জেলা হবার বিপক্ষে। পরিচিতি সংকটের কারণে এমনকি ভৈরবের আইনজীবিরাও ভৈরব জেলা হবার পক্ষে না। বাজিতপুরে যে কোন প্রশাসনিক স্থাপনা তৈরির জন্য প্রচুর জায়গা বিদ্যমান যা ভৈরবে নেই বলেও উল্লেখ করেন তারা।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৪-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: