muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে লিয়াকত হোসাইন মানিক স্মৃতিসংসদের গণহত্যা দিবস পালিত

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জে একে এম লিয়াকত হোসাইন মানিক স্মৃতি সংসদের আয়োজনে গণ হত্যা দিবস পালিত হয়েছে।

শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.জিল্লুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসাইন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ট্রাষ্ট্রি রিপন রায় লিপু,কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মো.রেজাউল হাবীব রেজা, সাংবাদিক আলম সারোয়র টিটু,কিশোরগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম রিফাত, কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন রানা প্রমুখ।

Displaying IMG20170325173735.jpg

অনুষ্ঠানে একাত্তরের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এ সময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, মুক্তিযোদ্ধা কন্ঠের বার্তা সম্পাদক মিসবাহ উদ্দিন আহমেদ নিঝুমসহ সাংবাদিকগণ, শিক্ষক, শিক্ষার্থীগণ ও সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৫-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: