মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমান প্রতিনিধি :
সবুজ -শ্যামল বাংলাদেশের অনন্য একটি দিন ২৬ শে মার্চ । সারাদেশের মুক্তিকামী মানুষের স্বপ্নিল চোখে লাল-সবুজের পতাকার প্রতিচ্ছ শোভিত রক্ত রাঙ্গা অনন্য একটি দিন এ ২৬ শে মার্চ। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে ।
আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি,স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ও ব্যাক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ ঘটিকায় উপজেলা সদরে শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্বাধীনতা স্তম্ভে উপজেলা পশাসন, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্থবক অর্পণ করা হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সকাল ৮ টায় কুলিয়ারচর থানা মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, শিক্ষার্থীদের দৌড় ,মহিলাদের পিলোপাসিং,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহ্ নূসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন মোল্লা সহ বীর মুক্তিযোদ্ধা, সুধী সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজি সংগঠন পৃথক পৃথক ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করে।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-মার্চ-২০১৭ইং/নোমান