muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রাজিবুল হক সিদ্দিকী, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে গুরুদয়াল কলেজের স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ৮টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিএমএ’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৭১’র বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দিলারা বেগম আছমা এম.পি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়য়া, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল শরীফ সাদী, নারীনেত্রী বিলকিছ বেগম।

বিকেলে মহিলাদের অংশগ্রহনে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা একাদশ, পৌর একাদশ ও সূধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এছাড়াও সন্ধ্যায় শিল্পকলা একাডেমী হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/২৬-মার্চ-২০১৭ইং/নোমান

Tags: