মুক্তিযোদ্ধার কন্ঠ রির্পোট।।
দ্বিতীয় বর্ষ পেরিয়ে সাফল্যের তৃতীয় বর্ষে পদার্পণ করেছে কিশোরগঞ্জ থেকে প্রকাশিত জেলায় সর্বাধিক পাঠিত জনপ্রিয় জাতীয় সংবাদমাধ্যম মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম। ২৬শে মার্চ রবিবার বেলা ১২টায় জেলা কিশোরগঞ্জ প্রেস ক্লাবে কেক কাটার মাধ্যমে তৃতীয় বর্ষে পদার্পণ করে পত্রিকাটি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধার নিছার আহমদের সভাপতিত্বে কেক কাটা ও মতবিনিময় সভায় অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল, কিশোরগঞ্জের পৌর মেয়র মাহমুদ পারভেজ, বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, কিশোরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি কাজী শাহিন খান, কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, নারী নেত্রী বিলকিস বেগম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ আলমগীর, যুবলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব পল্লব কর, মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের কিশোরগঞ্জ জেলা সভাপতি সালাহউদ্দিন আহমদ (নাদিম), কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা, সাংবাদিক মনোয়ার হোসাইন রনি, ইতিহাস গবেষক আমিনুল হক সাদী, এপিপি এডঃ মাহবুবুর রশিদ, জেলা পরিষদ সদস্য এডঃ সানোয়ার হোসেন রুবেল, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, ককেস, বাবুল, সদর উপজেলা ছাএদলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিথুন, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ, প্রয়াস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এমডি মাসুদুর রহমান,পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি তানভীর হাসনাইন, শিওর ক্যাশের ডিস্ট্রিবিউটর হাজী নভেল, ফুড হাওজের করনধার বিপ্লব রায়, কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত উদ্দিন বচন, সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন জুয়েল সহ প্রমুখ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমের নির্বাহী সম্পাদক মিজবাহ উদ্দিন
আহমদ (নিঝুম)।
কেক কাটা ও মতবিনিময় সভায় অতিথিরা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসাধারণকে তথ্য সেবা প্রদানের জন্য মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম ও পত্রিকাটির সাথে জড়িত থাকা সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। এর সাথে পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
কেক কাটা ও মতবিনিময় সভা শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ও চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ” প্রদর্শিত হয়। তৃতীয় বর্ষে পর্দাপণ উপলক্ষে মুক্তিযোদ্ধার কন্ঠ পরিবারে উদ্যোগে প্রদর্শিত অনুষ্ঠানটি কয়েক হাজার দর্শক উপভোগ করেন।
এসময় দেশ জুড়ে ছড়িয়ে থাকা সংবাদকর্মীরা, দর্শক,পাঠক, আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা ও শুভানুধ্যায়ী সহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সহধর্মিণী শায়লা আহমেদ খান, জেলা বাসস সংবাদ দাতা নূর আজিজ খান বাবু, জনতা ব্যাংক সিবিএর সাধারন সম্পাদক আতিকুজ্জামান রুনন, পৌর কাউন্সিলর এরশাদ খান, সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুখলেসুর রহমান, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, যুবলীগ নেতা আশিক জামান এলিন, ওয়াহিদুজ্জামান নওশা, জেলা রাইফেলস ক্লাবের সদস্য সাইফুল ইসলাম, এডঃ নুরু, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সাধারন সম্পাদক জাকির হোসেন সুমন, ইটনা উপজেলা ছাএলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আলমগীর, হিমেল উপস্হিত ছিলেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৬-০৩-২০১৭ইং/ অর্থ