muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘আতিয়া মহল’ এখন সম্পূর্ণভাবে প্যারা কমান্ডোদের নিয়ন্ত্রণে : চার জঙ্গির মরদেহ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ  

‘অপারেশন টোয়ালাইট’ শেষের পথে। জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এখন সম্পূর্ণভাবে প্যারা কমান্ডোদের নিয়ন্ত্রণে। ইতোমধ্যেই আতিয়া মহল থেকে চার জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী।

সোমবার (মার্চ ২৭) সন্ধ্যা সাড়ে সাতটায় জঙ্গি আস্তানা সংলগ্ন পাঠানপাড়ায় অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এসব জানান সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

ব্রিগেডিয়ার ফখরুল আহসান আরও জানান, অভিযানে সেনা কমান্ডোদের তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অভিযানের পুরোটা সময় জুড়েই পরিস্থিতি প্যারা-কমান্ডোদের নিয়ন্ত্রণে ছিলো। তবে এখনও অভিযান পুরোপুরি শেষ হয়নি। বর্তমানে সেখানে তল্লাশি চলছে। তল্লাশি শেষ হলে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসবে বলে জানান তিনি।

পাঠানপাড়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সোমবারের অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন ব্রিগেডিয়ার ফখরুল আহসান। আরও উপস্থিত ছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে.কর্ণেল রাশেদুল হাসান, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার এস এম রুকন উদ্দিন।

ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আরও বলেন, কমান্ডোদের অভিযানে সকলেই গর্বিত। কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযান পরিচালনা করেছেন তারা।

আতিয়া মহলের নীচতলায় চারটি মরদেহ পাওয়া গেছে উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, মরদেহগুলোতে এখনও বিস্ফোরক লাগানো আছে। এ কারণে সতর্কতার সঙ্গে এগুলো নিষ্ক্রিয় করতে কাজ করে যাচ্ছে কমান্ডোরা।

তিনি বলেন, জঙ্গিরা অত্যন্ত প্রশিক্ষিত ছিলো। তাদের বিস্ফোরণ, তাদের ফায়ারিং থেকে বোঝা যায় যে তারা খুবই প্রশিক্ষিত।

অভিযান সমাপ্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও অভিযান সমাপ্ত হয়নি। তবে আতিয়া মহল পুরোপুরি সেনা কমান্ডোদের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, শনিবার সকাল থেকে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা। এর আগে শুক্রবার সকাল থেকে জঙ্গি আস্তানা আতিয়া মহল ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ছিলো অভিযানের চতুর্থ এবং ‘অপারেশন টোয়ালাইট’ এর তৃতীয় দিন।

 

Tags: