muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

মেঠো পথে গ্রাম : আনিস মিয়া

সাহিত্য ও সংস্কৃতিঃ 

মেঠো পথে গ্রাম

আনিস মিয়া

===========

এইতো আমার গ্রাম,

ছায়া ঢাকা মেঠো পথে।

সকাল হলে রাখাল ছেলে,

লাঙ্গল কাঁদে মাঠে তোরে।

দুপুর বেলায় আম বাগানে,

ঝিঝি আর ঘুঘু ডাকে।

সন্ধা হলে পাখিরা সবে,

নাড়ে ফিরে যায়।

মাঝি চলে পাল উড়িয়ে,

ভাটিয়ালি মধুর সুরে।

সাজের বেলায় জোনাকিরা,

আলো জ্বেলে যায়।

শাপলা ভাসে দিঘির জলে,

পান কড়ি তারি পাশে।

কলসি কাকে গায়ের বধু,

দিঘির ঘাটে যায়।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-০৩-২০১৭ইং/ অর্থ 

Tags: