নূরুল জান্নাত মান্না, স্টাফ রিপোর্টার :
পাকুন্দিয়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী জঙ্গীবাদের তান্ডব সম্পর্কে অবিহিত করে এর বিরুদ্ধে সজাগ ভুমিকা পালন করার আহবান জানালেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আসাদ মিয়া। তিনি বলেন, জঙ্গীবাদের ফলে আমাদের ধর্মের ও দেশের অনেক বড় ক্ষতি হচ্ছে। তার থেকে মুক্তি পেতে হলে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ির মালিককে ভারাটিয়ার তথ্য সংগ্রহ করে রাখতে হবে। সন্দেহ জনক কিছু হলেই থানায় জানানোর অনুরোধ জানানো হয়। আজ দুপুরে পাকুন্দিয়া মহাবিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে অডিটরিয়াম রুমে মত বিনিময় সভার আয়োজনে এসব কথা বলেন তিনি। এসময় পাকুন্দিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন,পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দিন সহ মহাবিদ্যালয়ের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩১-০৩-২০১৭ইং/ অর্থ