মুক্তিযোদ্ধার কন্ঠ রিপোর্টঃ
মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান সমাপ্তির পথে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রওশনুজ্জামান।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে তিনি বলেন, এই ঘাঁটিটি সম্ভবত সিলেটাঞ্চলের সবচেয়ে বড় ঘাঁটি। এখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুদ রয়েছে। যে কারণে অভিযান সমাপ্ত করতে একটু সময় নিচ্ছে সোয়াট।
এদিকে বড়হাট জঙ্গি আস্তানায় কিছুক্ষণ আগেও বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সূত্রে জানা যায়, এখন চলছে বিস্ফোরক নিস্ক্রিয় ও ভবন নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি। এখনো ভবনে কোনো আত্মঘাতী বোমা হামলাকারী আছে কিনা তা প্রযুক্তির মাধ্যমে ক্ষতিয়ে দেখা হচ্ছে। একই পদ্ধতিতে পরীক্ষা ও চিহ্নিত করা হচ্ছে জঙ্গিদের পেতে রাখা আইডি ও বিস্ফোরকের মজুদ।
ভবনের ভেতরে দুজন পুরুষ ও একজন নারী জঙ্গি থাকতে পারে বলে শোনা যাচ্ছে বিশেষ সূত্রে।
ঘটনাস্থলে রয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহজালাল, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা।