muktijoddhar kantho logo l o a d i n g

শিক্ষা

জাকজমক আয়োজনে বাংলাদেশের সেরা কলেজের ১৪৫তম প্রতিষ্ঠা উদযাপন

পাপন সরকার, রাজশাহী প্রতিনিধি :

জাকজমকপূর্ণভাবে পালিত হলো বাংলাদেশের সেরা কলেজ রাজশাহী কলেজের ১৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় কলেজের শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রাজশাহীর সোনাদিঘির মোড় দিয়ে জিরো পয়েন্ট হয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কলেজের শহীদ এএইচএম কামারুজ্জামান ভবনের সম্মুখে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাশিল্পী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর হাসান আজিজুল হক।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক প্রফেসর সনৎ কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ও এমিরেটাস প্রফেসর ড. অরুণ কুমার বসাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

আলোচনা শেষে স্মৃতিচারণমূলক বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০১-এপ্রিল-২০১৭ইং/নোমান

Tags: