muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ পাঠ

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ সদরের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সততা সংঘের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে দূর্নীতি প্রতিরোধ শপথ পাঠ করানো হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি খালেদা ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রহমান। উপস্থিত ছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা ও সদস্য দূর্নীতি প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা।

দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি প্রতিরোধ শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদের উদ্দ্যোশে করে বলেন দূর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ। দূর্নীতি প্রতিরোধে তরুন সমাজকে সতর্ক থাকার আহবান জানান ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্য রাবেয়া খাতুন, সাহাবুদ্দিন ভূইয়া সদস্য , নারী নেত্রী ও দূর্নীতি প্রতিরোধ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যন সুলতানা রাজিয়া, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ফারুকুজ্জামান, এম.এ সাদেক মুকুল প্রমুখ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০১-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: