আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান তাহের উদ্দিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় প্রদান করেন। আসামীরা হলেন সাবেক চেয়ারম্যান আ: কুদ্দুছ, আ: রাশিদ, রিপন, হাশিম উদ্দিন ও রুহুল আমীন (মৃত)।
মামলা চলাকালে আসামী রুহুল আমিনের মৃত্যু হলে আদালত তাকে সাজা দেওয়ার পর মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহের উদ্দিনকে ২০০০ সনের ১২ নভেম্বর স্থানীয় হাজীপুর বাজারে আসামীরা দেশিয় অস্ত্র সস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার সাবেক চেয়ারম্যান আ: কুদ্দুছ ও তার লোকজন এ হত্যাকা- ঘটায় বলে এজাহারে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে নিহতের ছেলে সালাউদ্দিন বাদী হয়ে ২৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আদালত অন্য আসামীদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও আসামী পক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০২-০৪-২০১৭ইং/ অর্থ