সাহিত্য ও সংস্কৃতিঃ
“প্রজন্ম ও স্বাধীনতা”
***রহমান মাসুদ***
প্রজন্ম,হাতের দন্ডটি ধরো দৃঢ়তায়
যে দন্ডের শোভা বর্ধণ জাতীয় পতাকায়,
লাল সবুজের পালে লাগাও দক্ষিনা হাওয়া
তোমাদের হাতেই মাতৃভূমির কাঙ্খিত সফলতা।
প্রজন্ম,যদিও দেখনি স্বাধীনতা সংগ্রাম
তবুও মাতৃভ্রূণেই অনুভব ভূমিমাতার টান,
ভুমিষ্ঠ হয়েই উচ্চস্বরে করেছিলে যে ক্রন্দন
সেতো লক্ষ শহীদের প্রতি ভালবাসা নিবেদন।
প্রজন্ম,শিশুকালে হামাগুড়ির ছলে
মাটিতে নেমে মাটির খন্ড নাগালে পেলে,
দিয়েছো পবিত্র ওষ্ঠের হৃর্দিকতার যে চুম্বন,
তাতো ছিলো মাতৃভূমির প্রেমে নিজকে অর্পণ।
প্রজন্ম,ক্ষণেক্ষণে কত অবলোকন
স্বৈরাচারী শাসন,নিপীড়ন,মায়ের লুন্ঠন,
দুর্নীতি,ইতিহাসের বিকৃতি, হরণ অধিকার
স্বাধীনতার বিরোধী শক্তি মদদপুষ্টে সোচ্চার।
প্রজন্ম, প্রয়োজনে উঠে ছিলে জ্বলে
যার জবাব দিয়েছিলে নির্বাচনের ব্যালটে,
শহীদদের রক্তের ঋণ ফাঁসির দড়িতে শোধ
যা সম্ভব হলো, জাগায় তোমাদের চেতনা বোধ।
প্রজন্ম,করছি উদার্ত আহবান
দেশ গড়ায় সদা নিবেদিত কর প্রাণ,
তোমরাই দেশের চালিকা শক্তির মূল বাহন
১৬ কোটি সম্মানিত জনশক্তির সেথা আরোহন।
প্রজন্ম, কর্তব্যপরায়নতার প্রতীক
সততার মন্ত্রগুনে দেশের প্রাণপ্রদীপ,
তোমাদের হাতেই অঙ্কিত উন্নয়নের ছবি
বঙ্গবন্ধুর”সোনার বাংলা” বাস্তবায়নের চাবি।