সাহিত্য ও সংস্কৃতিঃ
স্বাধীনতার শেষ কথা
আনিস মিয়া
=========
স্বাধীনতা একটু ফুল, একটি ভ্রোমন,
স্বাধীনতা সবার প্রিয় থাকবে অমর।
স্বাধীনতা খোদার দেয়া অমূল্য এক দান,
জীবন দিয়ে রাখবো ধরে, স্বাধীনতার মান।
স্বাধীনতা লক্ষ তারার মায়া ভরা সাজ,
স্বাধীনতা স্বপ্ন ঘেরা মায়ের কারুকাজ।
স্বাধীনতা লাল সবুজের রক্তাক্ত পতাকা।
স্বাধীনতা স্বদেশ গড়ার প্রদীপ্ত শপথ।
স্বাধীনতা আমার স্বাধীন করা সোনার বাংলা।
স্বাধীনতা স্বাধীন করা, একটি নতুন আলো।
Tags: