আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।
বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার মো.আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হকসহ রাজনৈতিকদলের লোকজন,প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন,জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন। সভায় সিদ্ধান্ত হয়েছে প্রশাসনের আয়োজনে বিয়াম স্কুল মাঠে আর আমরা কিশোরগঞ্জবাসী ব্যানারে পুরাতান স্টেডিয়ামে বৈশাখীমেলা অনুষ্ঠিত হবে ।
মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৪-এপ্রিল-২০১৭ইং/নোমান