muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

ইউনিয়ন পরিষদের আইন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সজল রহমান, কিশোরগঞ্জঃ  

কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদের আইন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ০২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে মিঠামইন উপজেলার ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ অংশ নেন। প্রশিক্ষণের কোর্স পরিচালক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক, স্থানীয় সরকার তরফদার মো: আক্তার জামীল এবং কোর্স এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সহায়ক মো: আব্দুর রাজ্জাক।

কোর্স পরিচালক বলেন, ইউনিয়ন পরিষদসমূহের এলজিএসপি-২ এর কর্মকান্ড পর্যবেক্ষণে পরিলক্ষিত হয়েছে যে, ওয়ার্ড সভা, ওয়ার্ড কমিটি (ডব্লিউসি), স্কিম সুপারভিশন কমিটির (এসএসসি) এর কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না। ওয়ার্ড সভায় চাহিদাভিত্তিক স্কিমের তালিকা তৈরি ও অগ্রাধিকারকরণ এবং ক্রয় পদ্ধতি নিয়মতান্ত্রিকভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক সচিব এলজিএসপি-২ ম্যানুয়েল পড়েন না। সরকারি ক্রয় পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার কারণে কেনা-কাটার ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে এলজিএসপি-২ এর কর্মকান্ড সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে। সে জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে ইউনিয়ন পরিষদের আইন ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ জানান, এখন থেকে এলজিএসপি-২ এর নীতিমালার আলোকে তারা কার্যক্রম বাস্তবায়নে কাজ করবেন। ০২ দিনব্যাপী এ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপপরিচালক, স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসার, মিঠামইন, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর এলজিএসপি-২, ইউপিজিপি, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী এলজিইডি উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: