শফিকুল ইসলাম, কিশোরগঞ্জঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ এপ্রিল ২০১৭ তারিখ জেলা তথ্য অফিসের উদ্যোগে কিশোরগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই) এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মামুনুর রশিদ, জাতীয় মহিলা সংস্থা, কিশোরগঞ্জ জেলার চেয়ারম্যান খালেদা ফেন্সী, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট এর তত্ত্বাবধায়ক জামাল উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো: শামছুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ণ নিজস্ব চিন্তা-চেতনা এবং সৃজনশীলতা দ্বারা উদ্ভাবিত বিভিন্ন কর্মসূচি যেমন-একটি বাড়ি একটি খামার, আশ্রায়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, ঘরে ঘরে বিদ্যুৎ- এ ১০ টি উদ্যোগের বিষয়ে বিস্তারিত বর্নণা করেন। তিনি ক্ষুধা ও দ্রারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর এ বিশেষ উদ্যোগসমূহ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৪-২০১৭ইং/ অর্থ