muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, ২য় পর্যায় প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণ সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, কিশোরগঞ্জঃ 

কিশোরগঞ্জে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, ২য় পর্যায় প্রকল্প সফলভাবে বাস্তবায়নের কৌশল নির্ধারণ সংক্রান্ত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প পরিচালক শরীফ মোর্তজা মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের অংশগ্রহণ এবং পাশের হার ক্রমান্বয়ে বৃদ্ধির পিছনে মাধ্যমিক স্তরে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প যুগান্তকারী ভূমিকা পালন করছে। এ প্রকল্প ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি, টিউশন ফি ও পরীক্ষার ফি প্রদান করে তাদের লেখাপড়া অব্যাহত রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, জীবনের মানোন্নয়নসহ জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

ওয়ার্কশপে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এসএমসির সভাপতি, পিটিএর সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ, অভিভাবকবৃন্দ ও প্রকল্পভুক্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: