muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জঃ 

কিশোরগঞ্জে বিদেশগামী কর্মীদের ১৬তম ব্যাচের তিনদিনব্যপী প্রাক-বহির্গমন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কিশোরগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে মোট ২টি শিফটে ১৭৬ জন বিদেশগামী কর্মী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

এর মধ্যে সৌদি আরবগামী ১৩১ জন, কাতারগামী ১৮ জন, ওমানগামী ৮ জন, কুয়েতগামী ১২ জন, মালয়েশিয়াগামী ৬ জন এবং লেবাননগামী ১ জন কর্মী রয়েছেন। প্রশিক্ষণ কর্মসূচির ১৬ তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল।

প্রধান অতিথি তার বক্তব্যে বিদেশগামী কর্মীদের সঠিক পন্থায় বিদেশ গমন, গন্তব্য দেশের আবহাওয়া, কর্মপরিবেশ, আইন-কানুন, বিধি-বিধান, স্বাস্থ্যবিধি, করণীয় বা বর্জনীয় বিষয়, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ ও উপার্জিত অর্থের সঠিক বিনিয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

উল্লেখ্য, প্রতিদিন ৩ ঘন্টা করে সর্বমোট ৯ ঘন্টা প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৪-২০১৭ইং/ অর্থ 

Tags: