রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জঃ
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা চলছে। জেলার কয়েকটি পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। কেন্দ্রের আশ-পাশে কাউকে অবাঞ্ছিত কাউকে পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট জোরদার ছিল।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সচিব এবং হল সুপারগণ জানালেন, প্রশাসনের সহযোগিতায় তারা শক্ত হাতে পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ করছেন। পরীক্ষা কেন্দ্রে কোন অনিয়ম এবং কোনভাবে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ নেই। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পরীক্ষার হল পরিদর্শন করেছেন।
পরীক্ষার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনিও জানান, জেলার সকল কেন্দ্রে এখনও পর্যন্ত চমৎকার পরিবেশে চলছে এইচ এস সি, আলিম ও সমমানের পরীক্ষা। গত দুই দিন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ্য, এ বছর কিশোরগঞ্জে এইচএসসিতে ১৮৩৫৬ জন, আলিমে ১৮২৪ জন, এইচএসসি (বিএম) এ ৩৩২৫ জন এবং এইচএসসি (ভোক) এ ১৮০ জন সহ সর্বমোট ২৩৬৮৫ জন পরীক্ষার্থী ৩৭ টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৫-০৪-২০১৭ইং/ অর্থ